১৮ জুলাই, ২০১৮,  এডমন্টন, কানাডা


আমাকে কেউ কখনো ভালোবাসেনি
আমি ভালোবাসার জন্যে কাতর থেকেছি
বন্ধুদের দরজায় অহর্নিশ কড়া নেড়েছি
অপেক্ষায়মান থেকেছি শুধু একটু ভালোবাসার জন্যে।  


কেউ কখনো চায়নি জানতে কার জন্যে
দাঁড়িয়ে থাকি ভর দুপুরে রোদের ভিতর
কেন আমি রাত্রি জাগি দ্বিপ্রহর।
যাচ্ছেতাই অগোছালো জীবনটাকে নিচ্ছি না কেন গুছিয়ে  এখন।


বোধের ভিতর দেবদারু ছায়া কত দিনই তো মিলিয়ে গেছে
কোন কালে ও  বলেনি  কেন তুমি  ক্লান্ত থাকো দিনের শেষে
একটু খানি জিরিয়ে নিও পথিক এসে ।


কত দিনই তো কাটিয়ে দিয়েছি তার জন্যে,
ওর জন্যে অথবা  তোমার জন্যে।  
একটু ভালোবাসার জন্যে কতটা পথ হেঁটে গেছি …
কেউ কখনো জানতেও চায়নি কৃষ আমি কেমন আছি।
কেমন করে যাচ্ছে কেটে এই প্রহর গুলো ।


ভালোবেসে কেউতো বলেনি কেন তোমার
সজীব গাছ ম্লান হচ্ছে ভোরের আলোয়।


ভালোবেসে কেউ বলেনি কিসের তোমার দুঃখ এতো
পুষে রাখ  হৃদয় মাঝে যত্ন করে  সাধ্য মতো।


ভালোবেসে কেউ বলেনি নিজের প্রতি খেয়াল রেখো
কষ্ট হলেও ভালো থেকো নিজের মতো।
কিংবা খুব যতনে আগলে থেকো বুকের ভিতর।