ফেব্রুয়ারী ২০, ২০১৫ , এডমন্টন, কানাডা


[এক ]
গাংচিল দুপুর, রংধনূ বিকেল
হারিয়ে, পরে ছিল ধুলোময় শহর।
তোমার মনে আছে •••এই রকম ধুলোময় শহরে
চৈত্রের এক দুপুরে, তুমি বলেছিলে
“ভালোবাসি”
আমি বিস্ময় নিয়ে কিছুটা সময় তাকিয়ে
আবীর রাঙা তোমায় মুগ্ধ ।


[দুই]
প্রচণ্ড বৃষ্টিতে কাঁদছিল আকাশ
আমার ভাবার ছিল না অবকাশ
হটাৎ তুমি এলে, বললে যাবে নাকি “অভিসারে”
আমি বললাম যেতে পারি “স্বল্পপরিসরে”
কেমন লাগলো চলচিত্র •••
-আরো ভালো হতো যদি থাকতো হালচিত্র।


[তিন ]
বিষন্ন বিকেলে তাকিয়ে ছিলাম আকাশ পানে,
তুমি এসেছিলে মনের টানে
বললে যাবে নাকি নদীর জলে,
পাল তোলা নৌকা করে•• গহীন দ্বীপে।
বললাম যেতে পারি  ••
যদি পাই হাতটি ছোঁয়ার অনুমতি।


[চার ]
হ্যালো,
কি করছো আজকাল ?
-চাকুরী  খুঁজছি  দিন রাত
সময় হবে কাল ?
- কেন বলতো ?
বন্ধুরা আসছে - “নীরবে”
তোমার জন্যে রইলো নিমন্ত্রণ।


[পাঁচ ]
তোমার নিমন্ত্রণ পেয়ে
কেটেছে  রাত নির্ঘুম।
অপেক্ষায় প্রহর।।


অপেক্ষার প্রহর  হলে  শেষ
তোমার সাথে একটু  দেখা সেই “নীরবে”
এলো চুলে, আলোছায়াতে লাগছিলো তোমায় বেশ।


[ছয় ]


তোমার সাথে কত দিন পর দেখা হলো
কেমন আছো বলতো ?

আমি..


প্রেম উবে গেছে কর্পূরের মতো
বিপ্লব ফেলে এসেছি শালবনে
বিদ্রোহী মন এখন নয়টা - ছয়টায়
পরে থাকে ••
বড্ড মনোটোনাস অফিস -টেবিল -চেয়ার l


[সাত]



আর তুমি?


•••••আর আমি ….


তোমাতেই পাঠ অভ্যেস, তোমাতেই ঘর বাড়ি।
অদ্ভুত এক আসক্তি নিয়ে পরে আছি তোমাতেই।