১ মার্চ ২০১৩,  কচি, জাপান
(মৃত্যুর কাছাকাছি কোনো এক বন্ধুর জন্যে)


যখন ভাবি তুমি কষ্টকে ভালোবেসে বেঁচে আছো
ইচ্ছে হয় কিছুটা সুখ কুড়িয়ে তোমায় দেই।


নিদারূণ যন্ত্রণা তোমাকে কুঁড়ে কুঁড়ে খায়।
তোমার কাছে বেঁচে থাকাটাই অসহ্য
মনে হয় •••
একঘেয়ে লেদ মেশিনের গোঙানির মতো
ভর দুপরে ট্রেনের বিরক্তিকর হুইসেলের মতো
ছেলে বেলায় পড়ার টেবিলে বসে থাকার মতো
পাঠ অভ্যেস রপ্ত না হওয়ার মতো
অথবা দীর্ঘ দিন একা থাকার মতো।


পাখির দিকে তাকাও, দেখো  উড়ে স্বাচ্ছন্দে নীলিমায় ,
প্রজাপতির দিকে তাকাও,
ফলজ বৃক্ষের দিকে তাকাও,
ধানের  বীজ , বীজের ভিতর যে পোকা,
পোকার দিকে তাকিয়ে  দেখো,
কি আশ্চার্য সুন্দর  এই  বেঁচে থাকা ..


কষ্ট গুলোকে ছুঁড়ে ফেলে, করো জোছনায় স্নান
তোমাকে ঘিরে থাক  সুখের আল্পনা,
তোমার কম্পিত ঠোটে ফিরে আসুক, নান্দনিক
হাসির ফোয়ারা।