মাহবুব তারেক


(অক্টোবর ৫, ২০১১, লামবিরহিল ন্যাশনাল পার্ক, মালয়েশিয়া )


হয়তো ফিরবনা কোনোদিন এইখানে ..


কোনো এক আবীর রাঙা বিকেলে
Lambirhill -চিরহরিৎ বনাঞ্চলের  ইন্দ্রজালিক  প্রেম .. আমাকে তীব্রভাবে ছুঁয়ে দিয়েছিলো পরম মমতায়,
এইখানে বৃক্ষের প্রতিটি পাতায় মায়া লেগে আছে।
লজ্জাবতী লতারা ও কিছুটা অনুরাগী হয়েছিল l
এইখানে রামবুতানের  অনুপম ভালোলাগা ছেঁয়েছিলো,
পুরো মন  জুড়ে ছিল পাহাড়ি বনভূমির বুক চিরে প্রবাহমান ঝর্ণাধারা, জোনাকির আলো, বনফুলের গন্ধ।


হয়তো ফিরবনা কোনোদিন এইখানে ..
কোনো ইভান পরিবারের আতিথেয়তা আর ফেরাবেনা  মাধুকরী সন্ধ্যা কিংবা মাদকতা ভরা রাত।
কূয়াশা প্রহরে দুহাত বাড়িয়ে ডাকবেনা, ক্ষীণ হয়ে যাওয়া বনানীর মুগ্ধ্তা।
লজ্জাবতীরা হারিয়ে যাবে এইখানে,
তার বদলে বিস্তীর্ন অঞ্চল জুড়ে আগ্রাসী পাঁম
গোলাপের সরলতা বিপন্ন, সেল কমের বাড়ন্ত উদরে।


তবুও চলমান Miri to Bintulo মহাসড়ক।


হয়তো ফিরবনা কোনোদিন এইখানে …


স্মৃতি হয়ে যাবে  কুয়াশা প্রহর,


স্মৃতি হয়ে যাবে লজ্জাবতীরা ,


স্মৃতি হয়ে যাবে ...


অতীতের ফসিল , বীজতলা  ও ফসলের মাঠ ।


স্মৃতি হয়ে যাবে
Lambirhill ..