১৮ জুলাই ২০০০, ঢাকা, বাংলাদেশ।


আমি এখন খুব সহজেই মিথ্যে বলতে পারি ..
আমার শার্টে, বোতামে,পার্সে,
কেমন একটা মিথ্যে গন্ধ লেগে আছে।
মিথ্যে লেগে আছে আমার বালিশ-তুষকে,
বর্ণিল পর্দায়, চৌকাঠে, চিলেকোঠায়।


আমি যেখানে যাচ্ছি,
বাসে চড়ছি, অফিস করছি, বাজার সারছি ...
সর্বত্র আমার আমার পিছু এক ছায়া, ছায়া কোথায় ?
আমি নিজেই আমার পিছু হাটছি।
আসলে মিথ্যের পিছনেই হাটছি।


মিথ্যে ভালোবেসে প্রেমিকার খোঁপায় ফুল
মিথ্যে ভালোবেসেই সাজাই পুতুল।


মিথ্যে ভালোবেসে, বসত বাড়ি, দোকানপাট।
মিথ্যের সাথেই সখ্যতা গড়ে উঠেছে দিন রাত।  
প্রতিনয়ত কথা হচ্ছে, গল্প হচ্ছে,
সকাল সন্ধ্যে ঘুরতে যাচ্ছি,
চা খাচ্ছি, খুনসুঁটিতে মেতে আছি।

আমি খুব সুবিধেবাদী, ভীষণ ভাবে অসৎ,
নিজের জন্যে আমি সব করতে পারি,
আমার চলা ফেরাতে কোথাও সত্যের লেশ নেই,
এখানে সত্য বলে নিরেট কিছুই নেই।