কালোকে আজ বলি সাদা,
টকশোতে চলে নীতিকথা,
জীবনটা আজ গোলকধাধা,
অনিয়ম নিয়মে বাধা।
সত্যকে দিয়েছি বির্সজন,
মিথ্যাকে করেছি আলিঙ্গন,
সুখকে দিয়েছি নির্বাসন,
বিলাসি জীবন করেছি বরন।
চোখ থাকিতে হয়েছি অন্ধ,
কান থাকিতে হয়েছি বধির,
বলিনা কিছু ভাল মন্দ।
বিদ্ধানের কলমের কালি গিয়েছে ফুরিয়ে  
ন্যায়ের তরবারি ফেলেছি হারিয়ে।
বিবেক কে দিয়েছি বনবাস
তাই মূর্খের মত করি  বসবাস।