সময়ের ব্যবচ্ছেদে সবাই বদলে যায়।
জানি,
তুমিও এর ব্যতিক্রম নও,
জনারণ্যে শহরের ভীড়ে,ব্যস্ততার বাহানায়
ভালই আছ।
মহাকালের ঝলমলে আলোকসজ্জায়।
করোটির স্নায়ুগুলি আজ বড় অনুভূতিহীন,
তাই ধুসর আর বিবর্ণ স্মৃতিগুলি হাতড়ে বেড়াই।
জল মাটির ঘ্রাণ,
উলু আর নলখাগড়ার বন,
জলের বুক চিরে নৌকায় ভ্রমন,
রাতের আকাশে ছড়িয়ে পড়া জোৎস্নায়
স্নান করেছি দুজনায়।
সব আজ মলাটবন্দী স্মৃতির মনিকোঠায়।
ভালবাসার দন্ডাদেশ দেইনি তোমায়,
আমার অন্তরাত্মা আমায় শিখিয়েছে
বদলে যাওয়া জীবনের সাথে কিভাবে
বদলে যেতে হয়।
ক্ষণস্থায়ী পৃথিবীতে দিন শেষে
আমরা সবাই একা।
  তাই সযতনে লালন করা ভালবাসাগুলি
চায় একটু নিরাপত্তা।