খন্ডিত উঠোনের খন্ডিত ইতিহাস
দুই বাংলায় আমাদের বসবাস
দেশভাগ দাঙগার ক্ষত এ জনপদে
যুদ্ধের দামামা রাজনীতিরই স্বার্থে
যাপিত জীবনের ফেলে আসা গ্রাম
নারিকেল আর আমের বাগান
ফসলের ক্ষেত আর গোলা ভরা ধান
ব্যস্ত দহলিজ আর পুকুুর ভরা মাছ
সব কিছু ছেড়ে হল পরবাস
খন্ডিত লাশ, রক্তের নদী পার হয়ে
সীমান্ত পাহারা, কাটাতারের বেড়া ছাড়িয়ে
ঠাই হল অনিশ্চিত গন্তব্যে
ধর্ম জাতি ভেদের চিরস্থায়ী দগদগে ক্ষত
হিংসার দাবানলে মনুষত্ব্য পরাজিত
ভাংগা বুকের বেদনা করি লালন
স্বদেশ হারানোর বিষে দংশিত মন
বসে আছে যারা ক্ষমতার শিখরে
ভালই থাকে তারা বিশ্বচরাচরে
সহজেই তারা মানচিত্রের বুকে টেনে দেয় রেখা
রাজা রাজাই থাকে, উলুখরের হয় দফা রফা।