বুকের ভিতর দুঃখ নদীর
উথাল পাথাল ঢেউ।
ঢেউ তোড়ের শব্দ গুলি
শুনলো নাতো কেউ।
সেই আঘাতে হৃদয়ের
পার যে ভেঙ্গে যায়।
যত্নে গড়া ভালবাসার
ঘর যে ভেসে যায়।
সব হারিয়ে নিঃস্ব আমি
দিন কাটে হাহুতাশে।
সুখটা মোর উড়ে গেল
হঠাৎ বাউরি বাতাসে।
এখন আমার একলা জীবন
দুঃখ নিয়ে করি বিচরণ।
পৃথিবীর তঞ্চকতায়
নিঃসঙ্গ আমার ভুবন।