দ্রোহের আগুনে পুড়ে হয়েছি অঙ্গার,
সমাজের সব অন্যায় অত্যাচার,
পুড়ে করব ছারখার।
আঁধার কেটে আনব আলো
দূর হবে জীবনের সকল কালো
এখন ও ঘরে ঘরে শুনি
অবহেলিতদের  আর্তধ্বনি।
ঘাম শুকানোর আগে
শ্রমিকের মজুরি জোটেনা,
ক্ষুধার্ত দের মুখে হাসি ফুটেনা,
যার হারাবার কিছুু নেই
সেই সর্বহারার দল
অনিয়মের বন্ধদুয়ার ভেঙ্গে ফেল।
জগতে আজি বসেছে লুটেরাদের হাটবাজার
মিথ্যাবাদী বুদ্ধিজীবিরা গড়েছে কাল টাকার পাহাড়।
ভুখারী মানুুষ চায় নাক বিলাস চায় দুমুঠো অন্ন,
ক্ষুধাতুর জ্বালা সয়েছে তারা তোমাদের সুুখের জন্য,
আধ মরাদের মেরে ওরা গড়েছে অট্টালিকা,
ভিক্ষামাগি মানবতারে যদি পাই তার দেখা,
দিনশেষে অকাতরে যারা প্রান করিল দান
প্রতিবাদে হারিয়ে গিয়েছে কত মাতার সন্তান।
ন্যায়ের মশাল জ্বালিয়ে ওরা হয়েছে মহীয়ান।