হঠাৎ দেখা হল বই মেলার ভীড়ে,
চুলগুলি এলোমেলো,চোখে মাইনাস পাওয়ারের
ভারী চশমা,
কেমন আছিস বড় জানতে ইচ্ছে করে।
এখনও কি ডুবে থাকিস কবিতায়,
ভালবাসতিস খুব রুদ্র আর সুকান্তের কবিতা।
"রুদ্রের সেই ভালো আছিস ভাল থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো"
তোর খুব পছন্দের।
জানিস, কল্পনায় কত ঠিকানাবিহীন চিঠি
লিখেছি তোকে।
মাঝে মাঝে খুঁজে ফিরি অতীতের বায়োস্কোপে।
চোখের কোণ নোনতা জলে ভরে গেল
আজ, বড় অবেলায়।
মন খারাপের বাক্সটা আমায় খুব কাঁদায়।
গুমোট অন্ধকারে ঘুমহীন কেটেছে আমার কত রাত।
চেয়েছিলাম একটা স্পর্ধিত হাত,
কিন্তু জীবনের সমীকরণ বড়ই জটিল।
তোর বাউন্ডেলে আর বেখেয়ালীপনা জীবনের অবহেলায়,
আমাদের হলো নাতো মিল।
তবুও তোর ভাবনায় সারাক্ষণ তড়পাই,
একসময় নিয়তির কাছে হার মেনে যাই।
এখন ব্যস্ত আমি,
ভরপুর আমার সংসার।
তবুও হঠাৎ দেখায় কিসের টানে
তোর দিকে তাকাই বারবার।