হেমন্তের ভোরে,
ফসলের মাঠ,শিশির ভেজা ঘাস
নীল আকাশে মুক্ত বলাকারা উড়ে।
দোয়েল শ্যামা বাবুইদের দেশে,
বাঁধিলাম ঘর ভালবেসে।
গত হল কত দিন,আয়ুর হল ক্ষয়,
আমার কাছে তোমাদের কত পাওনা,
হিসেবের খাতায় জমা রয়।
একদিন, জীবনের সব লেনদেন শেষে,
পাড়ি দিব আমি মাটির ঘরে।
ভালবাসা দিও না,ক্ষতি নেই
ঘৃণা রেখো না আমার তরে।
জীবনের শেষ ট্রেনটায় উঠিব যেদিন,
রেখে যাব তোমাদের কাছে
এক পৃথিবী ঋণ।
কোন দাবি রেখো না আমার তরে,
শুধিতে পারিবনা আমি মৃত কলেবরে।