কবি আমি যে তোমার প্রথম প্রেম কবিতা।
মনের কুঠুরিতে লালন করা না বলা কথা,
বলে যাও অনর্গল আমারি সাথে।
বাক্য আর শব্দের অলংকারে আমায় সাজাতে।
অযুত লক্ষ্য প্রেমপত্র লিখতে আমারি তরে সকাল সাঁঝে,
মুঠো মুঠো প্রেম ছড়িয়ে দাও হৃদয়ের ভাজে।
কখনও বা বেহাগের করুণ সুরে বিরহব্যথার যন্ত্রণা,
তোমারি কবিতার পংক্তিমালায় ছড়িয়ে দাও সে সুরের মূর্ছনা।
মধ্যরাতে চুপিসারে আমার অঙ্গে এঁকে দাও ভালবাসার আল্পনা।
নিঝুম রাত জোৎস্না মাখা চাঁদ আমি তোমার কল্পনা।
রাতভর আমাকে মুড়িয়ে দাও প্রণয়ের আলাপনে,
তৃষ্ণার্ত হৃদয়ের হাহাকার জানাও আমায় সঙ্গোপনে।
সবাই চলে যাবে, তোমারি তরে অপেক্ষা আমার অনন্তকাল।
নিকষকালো রাত, অন্ধকার আকাশের বুকে জেগে রয় যেমন নক্ষত্রপাল।
পৃথিবীর বুকে তোমার কবিতায় তুমি রইবে বেঁচে,
আমি রয়ে যাব তোমার সৃষ্টির ক্যানভাসে।