একটি নীল খামে,
একটি চিঠি,মুক্তির সনদপত্র।
তুমি নাকি আমায় কোনদিন ভালবাসতে পারোনি,
আমি নাকি তোমার প্রতিদিনের অভ্যাস।
খুব কষ্ট পেয়েছিলাম।
বুকের ভিতর জমা রইল,
বেদনার মহাসাগরের দীর্ঘশ্বাস।
পরকীয়ার বেনোজলে,
গা ভাসিয়ে দিলে।
ভালবাসা নামে তোমার মেকি অনুভব।
তোমায় মুক্তি দিলাম, কঠিন বাস্তব
ভালবাসার উল্টোপিঠে বাস করে ঘৃণা।
বিচ্ছেদ হলেও স্মৃতির পাতায় কিছু অনুষঙ্গ থাকে জমা।
চাঁদ ডুবে গেলে অদ্ভূত আঁধারে পৃথিবী ছেয়ে রয়,
অস্তচাঁদের পরে সোনালী সূর্যের উদয়।
ক্ষণিকের মোহে এসেছিলে মোর দ্বারে
কাটাতে কিছু সময়,
মানুষটা তুমি ভূল ছিলে আমার ভালবাসা নয়।