মধ্যবিত্ত একটি শ্রেণী বৈষম্যের নাম।
তাই জন্ম থেকেই আমাদের স্বপ্ন দেখা বারণ।
দুঃখগুলি শীতের কুহেলিকার গাঢ় অন্ধকারে
ঢাকা অবিরল পাতার মতন।
টানাপোড়েনে অভাব অনটনে চৈত্রের উত্তাপে
তপ্ত হয় জীবনের প্রতিক্ষণ।
অন্তর্নিহিত বেদনাগুলিকে লালন করে কেটে
যায় আটপৌরে সময়ের পসরায়।
আমাদের দারিদ্রতাকে তোমরা যখন বিদ্রুপ কর
দুমড়ে মুচড়ে যায় হৃদয়।
চাকরি নামের সোনার হরিণটা ধরতে ঝড়ঝঞ্জায়
প্রতিমূহুর্তে চলে লড়াই।
পরিবারের চাওয়া পাওয়া গুলি পূরণ করতে পারিনা
বলে ব্যর্থ হয়ে যাই।
সময়ের সন্ধিক্ষণে কল্পনায় দেখা স্বপ্নগুলি অস্তচাঁদের মত লীন হয়ে যায়।
অর্থ নেই বিত্ত নেই তবুও ধরণীর পরে
বেঁচে থাকা বড় বিস্ময়।
আত্মসন্মানে আঘাত করোনা ওটাই
আমাদের শেষ সম্বল।
জীবনের বাস্তবতায় বহমান নদীর মত
টিকে থাকে মধ্যবিত্তের দল।