মুখোশের অন্তরালে
মানবের অবয়বে দানবের বাস।
পশুবৃত্তির হিংস্রতায়
প্রতিনিয়ত ঘটে হিংসার  উল্লাস।
দুর্বৃত্তের অত্যাচারে
দিকে দিকে ক্ষিপ্র জনতা গর্জায়।
তকমা লাগানো
বুদ্ধিজীবিরা  তোষামোধ করে ক্ষমতায়।
বিচার হীনতায়
নিপীড়িত জনতার পুঞ্জীভূত ক্ষোভ।
ক্ষমতার নেশায়
হারিয়েছে মনুষ্যত্বের বিবেকবোধ।
মসনদের বরাভয়ে
হাজারকোটি সম্পদ অর্জন।
নিরাপত্তার চাদরে
ঢাকা দূর্নীতির সাতকাহন।
মানুষরুপী শ্বাপদ
চেনা বড় দায়।
মুখঢাকা মুখোশের
এই রঙ্গিন দুনিয়ায়।