দূর মসজিদে শুনি ফজরের আযানের ধ্বনি,
সেই ধ্বনিতে উঠিল জাগিয়া জগতের সব প্রানী।
সুমধুর সুধায় শিহরিত মোর দেহ প্রান,
ভক্তির টানে মসজিদে যায় মুমিন মুসলমান।
পাপবিদ্ধ তৃষিত ধরিত্রীকে করে দাও সাফ,
জাহান্নামের বহ্নিকে আমাদের তরে করে দাও মাফ।
শেষ যাত্রা হয় যেন মোর কাবার মসজিদে,
মোর পরকাল যেন উত্তম হয় ইহকাল হতে।


নামাজ রোজায় নফসের গাফিলতি আর নয়,
আল্লাহু আকবর ধ্বনি জাগ্রত থাক মোর আত্নায়।
ধর্ম জাতি ভেদাভেদ কলহ আর নয়,
ইসলামের পথে শান্তির বানী ছড়িয়ে পরুক ভূবনময়।
রোজ কিয়ামতে পাই যেন আমি রাসুলের(সা)শাফায়াত
তোমারি কাছে করি এই মোনাজাত।