কি বিচিত্র নারীর জীবন,
যে বাড়িতে জন্ম হয় সেখানে তার হয়না মরন,
শৈশবে সে জেনে যায়,
এ বাড়ি তার নয়।
লাল শাড়ী পরে শশুর বাড়ী যাবে,
সাদা কাফন পড়ে তবেই বের হবে,
সংসার ভাঙ্গলে  অপবাদ নারীর কপালে জোটে।
যেখানে জন্ম সেখানে ও হয় না ঠাই মোটে।
অত্যাচারে জর্জরিত মেয়েটা কত অসহায়,
এ সমাজ সংসার কেউ বুঝলনা তার অন্ত রের ক্ষয়।
চাকরী যদি করে সে অফিস আদালতে,
তদ্যাপি লড়াই চলে প্রতিনিয়তে,
নারীকে নিজের হাতে বদলাতে হবে তার দিন
তবেই না চলার পথ হবে মসৃন।
পুত্র কিংবা ক ন্যা  গর্ভে ঠাই হয়
ছেলে হয় সুসন্তান ক ন্যা কেন নয়
মাতা পিতা দুজনকেই দিতে হবে ক ন্যার মূল্য,
তবেই না জগত দিবে জয় মাল্য।
ছেলে কিংবা মেয়ে সবাই সন্তান
মানুষের মত মানুষ হয়ে হও মহীয়ান।