শিশিরের টুপটাপ শব্দ, রাতের নির্জনতায়।
চারিদিক শুনশান, নিয়ন বাতির আলোয়।
ক্ষনে ক্ষনে সারমেয় উঠছে ডাকি,
হঠাৎ শুনি নবজাতকের সুতীব্র চিৎকার।
একটু এগিয়ে দেখি,পথের ধারে ফুটপাতে,
কাপড়ে জড়ান মায়া ভরা মুখটিতে,
অশ্রুমাখা নয়ন দুটি ভারী কষ্টে মাখা।
মুষ্টি বদ্ধ হাত দুটি, আবার আর্ত চিৎকার,
সৃষ্টি কর্তার কাছে যেন দিচ্ছে বিচার।
বলো প্রভু বলো কি অপরাধ আমার
আমার ত আছে বাঁচিবার অধিকার
পথেই মোর জন্ম পথেই নিবাস
জীবনভর বইব বেজন্মা দীর্ঘশ্বাস
কেন আমি অনাকাংখিত সন্তান।
কাদের পাপে  মোর জীবনের হল অপমান।
কেন হলাম অবৈধ প্রেমের নষ্ট উপাখ্যান।