আমারও অভিমান হয় খুব
বিষাদের শহরটা ভরে যায় কান্নার নোনা জলে,
একাকী প্রহর গুনি ঝুল বারান্দায়।
চোখের কাজল লেপ্টে যায় বেদনার
বারিষধারায়।
ভাষাহীন নির্বাক শব্দগুলি অস্ফুট স্বরে বুকের
গহীন থেকে বের হতে চায়,
মাঝে মাঝে তোমায় ছুঁতে ইচ্ছা হয়,
দ্বিধাদ্বন্দ্বে আবার থেমে যাই।
প্রতীক্ষার দীর্ঘশ্বাস জমে থাকে বুকের তোরঙ্গে,
অভিমানের দূরত্বের পরিধি অনবরত হৃদয়ের
পার ভাঙ্গে।
শত সহস্র অভিযোগের পোস্টার ঝুলিয়ে রাখো
আমাদের ভালবাসার দেয়ালে।
মান ভূলে তুমিও না হয় আমার পানে একটু
হাতটা বাড়িয়ে দিলে,
ভালবাসার অহমে আমায় জড়িয়ে নিলে।
অধরের ছোঁয়ায় দুটি হৃদয় মিশে যাক প্রণয়ের মায়াজালে।
অপেক্ষার প্রহরে তোমার স্পর্শে অভিমানের মেঘটা সরে গিয়ে
ক্লান্ত দুপুর যেন প্রাণ ফিরে পায়।
রাতের চাঁদটা আরো বেশী উজ্জল হয়
ভালোবাসার প্রবল জলোচ্ছাসের ছোঁয়ায়।
তুমি জানো,
কতটা ভালবাসি তোমায়।
সবটা জেনেও অহর্নিশ
প্রেমানলে পুড়িয়ে দাও আমায়।