বছর ঘুরে এলো আবার স্বাধীনতা দিবস।
,চারিদিকে বর্ণিল আয়োজন,
নব্য মুক্তিযোদ্ধাদের নির্জলা মিথ্যা ভাষণ।
আড়ালে তাচ্ছ্যিলের হাসি হাসে পঙ্গু মুক্তিযোদ্ধা
কিংবা অবহেলিত বীরাঙ্গনা।
ক্ষমতালোভীদের জন্য থাকে শুধুই করুণা।
পরাধীনতার খান্ডবদাহনে প্রতিনিয়ত জীর্ণ শীর্ণ
মানুষগুলি জর্জরিত,
চাটুকার বুদ্ধিজীবিদের চলে তর্ক বিতর্ক।
চোখে পড়ে যখন, স্ট্রিটলাইটের আলোয়
ক্ষুধার তাড়নায় নারী তার গতর বিকোয়।
কোন পথশিশুর অসহায় মলিন মুখ,
এক লহমায় উবে যায় আমার স্বাধীনতার সুখ।
সন্তান হারানোর বিচার চেয়ে দুঃখিনী মা
নিরবে নিভৃতে কেঁদে বেড়ায়,
গুম হওয়া বাবার সন্তানের শোকাতুর চেহারায়
লুকায়িত বেদনা,
অনিশ্চিত ভবিষ্যৎ আর ক্ষুধার্ত পাকস্থলীর যন্ত্রণা।
সমাধির পরে কান পেতে শোন শহীদের অতৃপ্ত
আত্মার কান্না।
ক্যাসিনো আর রঙ্গমহলের ভোগবিলাসের উম্মাদনা,
নিজেকে মনে হয় বিবেক বর্জিত অনুভূতিহীন প্রাণী।
এক সাগর রক্ত, মা বোনের সম্ভ্রমহানি,
কত দুঃস্বপ্নের রাত,
ভিটে ছাড়া মানুষের আহাজারি,
স্বজন হারানোর আর্তনাদ।
এত দামে অর্জিত স্বাধীনতার
অমর্যাদায়,আজ নিজেরে জানাই ধিক্কার।