তুমি ডেকেছো আমায়,
আমি কি না যেয়ে থাকতে পারি?
কত দিবা নিশি কেটেছে এ ডাকের অপেক্ষায়।
      জীবনতো একটাই,
আমার তো ইচ্ছে হয় ভালবাসা পেতে।
মাঝে মাঝে মনে হয়,
পরমনির্ভরতায় কেউ একজন হাত রাখুক
      আমার হাতে।
আবহমান কাল থেকে তোমারি পথ পানে
       চেয়ে আছি,
আমার নিঃশ্বাসের মত গভীর বিশ্বাসে
তোমায় ভালবেসেছি।
আমার রংহীন ধুসর পৃথিবীটা তোমার
রঙ্গে রাঙ্গিয়ে দাও।
তোমার জন্য জমিয়ে রাখা ভালবাসাগুলি
দুহাত ভরে নিয়ে নাও।
তুমি কি দেখেছ,কেমন করে
মেঘ ছুটে যায় পাহাড়ের পানে,
নদী কেমন মিলে যায় সাগরের প্রাণে,
আমার মিলনের মৃদঙ্গ বাজিছে মোর হৃদয়ের বনে।
অনাদিকাল হতে ভেবে চলি,
এই বিশ্বনিখিলে কেউ একজন আমায় ভালবাসবে,
আমার হৃদয় প্রণয়ের ডোরে নিজেরে বেঁধে নিবে।


বিশ্বাস করো, কত বিনিদ্র রজনী কেটেছে
   তোমার কথা ভেবে।
আমার জীবনের বাকীটা পথে
তুমি কি আমায় সঙ্গে নিবে?