আগের মত আর খেতে পারিনা
মুখে একদম রুচি নাই।


যদি ভাত দাও, তবে গামলাতে দাও
প্লেট খালি হয় দুই নেলাতে
আট দশ প্লেট পারেনা আমার
বুড়ো বয়সের পেট ভরাতে।
ছেলে-পুলে বলে এত খেতে নাই
খানিকটা তাই রয়ে সয়ে খাই
আগের মত আর খেতে পারিনা
মুখে একদম রুচি নাই।


তরমুজ, যদি বড়সড় হয়
একটাই খাই, দুটো আর নয়
কলা এক কুড়ি যদি হয় মিঠে
কেজি চারে আম দিতে পার কেটে
বেলে বাঙ্গি, পাকা মিঠা হলে
লবন মাখিয়ে কেজি তিনে চলে
বউ শুধু বলে বেশী  খেতে নাই
তাই গাছ পাকা হলে কাঠাল একটাই।
আগের মত আর খেতে পারিনা
মুখে একদম রুচি নাই।।


ঝোলা গুড়ে চলে রুটি ষোল খানা
মাংস রুটিতে কুড়ি হলে মানা
বিরানি পোলাও আটে যত পেটে
দুই কেজি দই খাই চেটেপুটে
ডায়বেটিস, তাই রসগোল্লাতে
দশটার বেশি দিতে মানা পাতে
ডাক্তার বাবু বারন করেছে
তাই একটু কম কম খাই।
আগের মত আর খেতে পারিনা
মুখে একদম রুচি নাই।।


      ---সমাপ্ত---