এই চাকরিজীবী, বলতো
বসকে তোরা কি তেল মারিস, সরিষা না সয়াবিন?
হু হু করে তেলের দামটা বেড়েই যাচ্ছে প্রতিদিন।


আচ্ছা! তোদের বস কেন তেল খায়?
খায়তো? নাকি আরাম করে
মাখে নিজের গায়।
বসের এত তেল লাগে তো
তেলের ঘানি কিনতে পারে
চাপতো না তেল দেবার বোঝা
ছা পোষা কেরানীর ঘাড়ে।
এই তেলের খেলা অফিস পাড়ায়
চলবে যে আর কতদিন!
বসকে তোরা কি তেল মারিস, সরিষা না সয়াবিন?


এই! বসের এত তেল লাগে তো
তোরা কেন দিস?
হম! তেল দিয়ে তার বিনিময়ে
বাড়তি কিছু নিস!
তেল দেয়া আর তেল নেয়া
সে চোরে চোরে ভাই,
তেলের খেলা বন্ধ হবে
এমন উপায় নাই।
এই তেলের খায়েশ বসের মনে
থাকবে যে আর কতদিন!
বসকে তোরা কি তেল মারিস, সরিষা না সয়াবিন?


আচ্ছা! তেলে অধিক কোলেস্টেরল
বস কি তোদের জানে?
না নিজের টাকায় কিনতে শুধু
স্বাস্থ্য বিধি মানে।
বলিস, যদি তেলের উপর
পিছলে পড়ে পা!
তেল মালিশে সেই আঘাতের
ব্যথা সারে না।
এ তেল মেরে মেরে নেতার পায়ে
আমলাদেরও হয় সুদিন।
বসকে তোরা কি তেল মারিস, সরিষা না সয়াবিন?
হু হু করে তেলের দামটা, বেড়েই যাচ্ছে প্রতিদিন।।