ঝরো ঝরো বৃষ্টি, তারপর হাসি মাখা রোদ
এমনইতো ছিল সেই দিন
তোমার আমার প্রথম দেখা
প্রথম পরিচয় হয়েছিল যেই দিন।


এখনো বৃষ্টি হয় আগের মত
শুধু ঝরো ঝরো শব্দটা কিছুটা বেসুর
আনমনে ছুঁয়ে দেখি হাত বাড়িয়ে
তুমি পাশে নেই তুমি আছো বহুদূর।
সব কিছু এলোমেলো কেন মনে হয়
সূর্যের আলোতেও আকাশ মলিন।
ঝরো ঝরো বৃষ্টি, তারপর হাসি মাখা রোদ
এমনইতো ছিল সেই দিন।


ফুলেতে সুবাস নেই পাখিরা নিরব
বাতাসের শনশন নয় সুমধূর
ওরা সব জেনে গেছে বিরহগাথা
গাছের পাতায়ও বাজে বিরহের সূর।
রংধনু সাত রংঙে আগের মত
দেখে মনে হয় না যে তেমন রঙিন।
ঝরো ঝরো বৃষ্টি, তারপর হাসি মাখা রোদ
এমনইতো ছিল সেই দিন।