খা সাহেব মানুষ ভালো
গরীবের ক্ষুধার জ্বালা বুঝতে তিনি রোজা থাকেন,
ইফতারিতে সুন্নাহ জেনে
আরবের খোরমা রাখেন।


এবার আসল কথা শোনেন!
খা সাহেবের গুনের কথা হাতের করায় গোনেন।
রোজার মাসে খা সাহেবের ব্যবসা জমে ভারি
দু’মাস আগেই মজুদ করেন পন্য কাড়ি কাড়ি।
অল্প দামে কেনা পন্য বেচেন বেশি দামে,
মজুদদার আর মুনাফাখোর খা সাহেব এক নামে।
আবার খাদ্য-মূল্য সংকট এলে
সমাধানে তাকেই ডাকেন।
খা সাহেব মানুষ ভালো
সকাল সন্ধ্যা তসবি হাতে আল্লা আল্লা বলে ডাকেন।


এবার গোপন কথা শোনেন!
খা সাহেবের কীর্তি সুতোয় গিট্টু দিয়ে গোনেন।
বেসনে দেন কমদামী ডাল ভালো ডালের সাথে
ছোলায় মেশান পাথর কনা চুপে আধার রাতে
দুধে মেশান নদীর পানি, ঝালে ইটের গুড়ো
ইসপগুলে মুড়ির গুড়ো, তেলে ভেজাল পুরো।
তবু ভেজাল দমন অভিযানে
তিনিই সবার আগে থাকেন।
খা সাহেব মানুষ ভালো
পাঞ্জাবী গায়, তসবি হাতে, টুপিতে টাক মাথা ঢাকেন।


এবার খাটি কথা শোনেন!
খা সাহেবের দু’নম্বরি খাতায় লিখে গোনেন।
খা সাহেবের বাটখারাটা ন'শো গ্রামে কেজি
পরের জমি দখল করায় একদমই নন লেজি
ধারের নামে সুদ খাওয়াটা? সেটা ওনার পেশা
পরের বউয়ের খবর নেয়ার আছে খানিক নেশা।
তবু বিচার-আচার, কৃষ্টি-সভায়
পাড়ার লোকে তাকেই ডাকেন।
খা সাহেব মানুষ ভালো
দাড়ি রাখেন, আতর মাখেন, সুরমা দিয়ে দু’চোখ আকেন।


আরে ভাই!
সংযমের’ই শিক্ষা রোজা, লোক দেখাবার নয়
তিরিশ রোজা গোনাহ মাপের, দীনের নবী কয়
না খেয়ে রও সে নয় রোজা, দুঃখির দুঃখ জানো
কোরান পড় নিজের ভাষায়, জেনে-বুঝে মানো
খা সাহেবের সুমতি হোক, জাগুক মানবতা
কোরান হাদিস পড়ে জানুক সত্যের বারতা।।


                   সমাপ্ত