লোকে এখন আমার কথা শোনে
কারণ; আমার কাছে টাকা আছে।
যদি সত্যটাকে মিথ্যা বলি, লোকে ওটাই মানে,
কোনটা সত্য কোনটা মিথ্যা, যদিও লোকে জানে।


ইলেকশানে দাড়িয়ে পড়ি, লোকে আমায় জিতিয়ে নেয়,
আমার কথায় গুলির মুখেও, লোকে এখন বুক পেতে দেয়।
আমিও দেই দু'হাত খুলে, লোকেও তাই যায়না ভুলে
বিয়ে সাদি ঈদ উৎসবে, আমায় রাখে মনে।
আমি এখন ভীষন জনপ্রিয়, যে যাই বলুক পাছে।
লোকে এখন আমার কথা শোনে
কারণ; আমার কাছে টাকা আছে।


আমার টাকায় চলে কত মসজিদ মন্দির
মাদ্রাসা আর ধর্মশালায় আমিই দানবীর।
খেয়ে পড়ে বাঁচে কত এতিম বাস্তুহারা
আমার গুনের তারিফ করেন ইমাম, মুফতি, পীর।
মাঝে মাঝে ধর্মগুরুই ধর্ম শেখেন আমার কছে।
লোকে এখন আমার কথা শোনে
কারণ; আমার কাছে টাকা আছে।


বিচার সালিশ আমিই করি, না হয় আমার লোকে,
আমি কাঁদি ওদের দু:খে, ওরা আমার শোকে।
থানা পুলিশ কোর্ট কাছারি, আমার হাতের মুঠোয়,
আমার লোকের জেল কি হাজত! টাকা ওদের ছুটোয়।
টাকার কাছে নত সবাই, টাকায় জগৎ নাচে।
লোকে এখন আমার কথা শোনে
কারণ; আমার কাছে টাকা আছে।