মা, মাগো, তুমি আর কিছুদিন থাকো
আমি নিত্য তোমার মাথার চুলে, আলতো করে হাত বুলিয়ে
ঘুম পাড়িয়ে দেবো
আর তোমার কোলে মাথা রেখে, মধুর পরশ নেব
শুধু তোমার আদর মাখা হাতখানা মা
আমার মাথায় রাখো
মা, মাগো, তুমি আর কিছুদিন থাকো।


তুমি ছাড়া শূন্য বাড়ি, উঠোন, পুকুর ঘাট
শূন্য তোমার যত্নে গড়া ঘর, বিছানা, খাট
তোমার পাশে জড়িয়ে তোমায়, তোমার বিছানাতে
ঘুমোতে চাই আর ক'টা দিন, থাকো না মা সাথে
তুমি আদর মাখা নামে আমায় আর কিছুদিন ডাকো
মা, মাগো, তুমি আর কিছুদিন থাকো।


তোমার গোসল শেষে কাপড় গুলো
এখন থেকে আমিই ধুবো
তোমার ভাল লাগা খাবার রেঁধে
নিজের হাতেই খাইয়ে দেব
আমি একলা হতে চাইনা যে মা, আমার কথা রাখো
মা, মাগো, তুমি আর কিছুদিন থাকো।


তোমার জন্য আনব কিনে
নতুন পানের বাটা, নতুন তাতের শাড়ী
কিনব নতুন শীতের চাদর, দেখতে রং বাহারী
সারাক্ষনই ছায়ার মত থাকব পাশে পাশে
তোমার ডাকে সাড়া দিতে, আর হবেনা দেরি
কথা বলো, নিরব কেন? দু’চোখ মেলে দেখ
মা, মাগো, তুমি আর কিছুদিন থাকো
তোমার স্নেহ শীতল আচল তলায় আর কিছুদিন রাখো।।
                    
                       -- সমাপ্ত --