মা, মাগো,
তুমি সত্যিই চলে গেলে
তারা হয়ে দূর আকাশে
আমায় একা ফেলে।


তুমি আমার অশ্রু সজল
শেষ মিনতি রাখলে না
কত করে বললাম তবু
আর কটা দিন থাকলে না।


ফেলে রেখে চলে গেলে
সাধের বসত ভিটা
শূন্য করে দিয়ে গেলে
আমার পৃথিবীটা।


তোমার প্রিয় খাবারগুেলা
রান্না হলে ঘরে
মুখে নিতেই চোখ ছলছল
তোমায় মনে পড়ে।


যে হাত তুমি আদর করে
রাখতে মাথায় রোজই
নিদ্রাবিহীন প্রতি রাতে
সে হাতটাকেই খুঁজি।


মন খারাপের প্রতিক্ষনে
তোমায় খুঁজি পাশে
জানি ফিরে আসবে না তাই
দু'চোখ জলে ভাসে।


তোমার গায়ের চাদর খানা
গায় জড়িয়ে থাকি
অবচেতন ঘুমের ঘোরে
মা মা বলে ডাকি।


স্বপ্নে এসে সেই মমতায়
আমায় ছুঁয়ে যেও
বেহেস্ত হতে মাগো তুমি
তোমার আশিস দিও।