যদিও নাই ডানা
তবু উড়তে তো নাই মানা
দৃষ্টি সীমায় নীল আকাশে
হয়ে রঙিন ঘুড়ি
ইচ্ছে হলেই আকাশ জুড়ে
মনে মনে উড়ি।


নীলের আভা জড়িয়ে নিয়ে
আমার সারা অংঙ্গে
মেঘের দেশের পাখি হয়ে
উড়ি মেঘের সঙ্গে।
উড়ে উড়ে খুঁজে বেড়াই
মায়াবী নীল পরী।


কোথায় থাকো ও নীল পরী
ছিলোনা তো জানা
বাতাস এসে জানিয়ে গেল
তোমার ই ঠিকানা।
তোমায় ছুঁতেই মনের ডানায়
ভাসি আকাশ জুড়ি।।