অনুর্ধ একুশ- একটি ছেলে ও একটি মেয়ে
দুজন দুজনকে ভালবাসলো
বাবা-মা মেনে নেবে না ভেবে, পালিয়ে বিয়েও করল।
কিন্ত; শেষ রক্ষা হলনা,
অতি চতুর বাবা মা'র কাছে ধরা ওদের পড়তেই হল
সিদ্ধান্ত? -এ বিয়ে বাতিল।
কারণ? -দু পরিবার সামন্জস্যপূর্ন নয়
ফলাফল? -মেয়েটা নষ্ট হয়ে গেল!
অন্যের সাথে রাত কাটানো মেয়ে, নষ্টই তো
কে আর বিয়ে করবে তাকে?
কিন্ত ছেলেটা নষ্ট হলনা!
কিছুদিন যেতেই, বিয়েও তার আটকালো না।


এবার অন্য ঘটনা
জোর করে তুলে নেয়া হল মেয়েটিকে
অতঃপর ধর্ষণ!
সমাজের চোখে মেয়েটা নষ্ট হয়ে গেল
বাবা-মা’র সমাজে মুখ দেখানো দায়!
ছেলেটিকে খুব একটা মুখ লুকিয়ে থাকতে না হলেও
আত্মহত্যা করতে হয়েছিল মেয়েটিকে!
নষ্ট হয়ে কতদিন বেঁচে থাকা যায়!
শুনেছি ছেলেটি এখন জন প্রতিনিধি।


পোষাকের দোষে হেনস্থা হয়েছিল আর একটি মেয়ে
অসংখ্য থাবা পড়েছিল তার শরীরের
আবৃত, উন্মুক্ত সকল অংশে
সবাই মেয়েটির পোষাকের দোষটাই দেখলো
কিন্ত; অতি উৎসাহী হামলাকারীদের দোষ
কারোর চোখেই পড়ল না
থাবা খেয়ে মেয়েটা নষ্ট হল
থাবা মেরে কারো হাতই নষ্ট হল না
নষ্ট সমাজে, নষ্ট লোক কি করে নষ্ট হয় বলুন!