কবতিা
  -শুভ কন্যা দিবস
মো. মাহবুবুর রহমান


তোমার কন্যা নেই বলে
কন্যা দিবসে তুমি দুঃখ করোনা
তুমি বেঁচে গেছ, রতে তোমার ভাল ঘুম হয়
মেয়েটির বয়স ১৪ হবার পর
আমার ভালো ঘুম হয়না।


১৪ বছরের ছেলেটি যেখানে একা স্কুলে যায়
সেখানে আমার মেয়েকে রোজ পৌঁছে দিতে হয়
তবুওকি শেষ রক্ষা হয় তাতে!


সবাই যেখানে ছেলেকে পড়াশোনা করিয়ে
জজ-ব্যারিষ্টার বানানোর স্বপ্ন দেখে
সেখানে মেয়ের নিরাপত্তার কথা ভেবে
স্কুলে যাওয়া বন্ধ করতে হয়।


এখানে ছেলেরা বখে গেলওে
বাবা-মাকে তেমন একটা দায় নিতে হয় না
মেয়ের জন্য তুমি কন্যা দায় গ্রস্থ হতে পারো।


ছেলের শত শহস্র ভুল
সমাজের চোখে পড়েও পড়বে না
তোমার মেয়ের একটু ভুলে
তোমার মুখে চুনকালি পড়তে পারে।


তুমি মেয়ে পক্ষের বলে
তোমার অনেক কিছু্ বলতে মানা
মেনে নিতে হবে, চেপে যেতে হবে
তাই কন্যা দিবসে তুমি দুঃখ করনা
তুমি বেঁচে গেছ, রতে তোমার ভাল ঘুম হয়।