প্রশ্ন করে রাতের তারা
অনেক ভালো বাসো কাকে?
বললাম; কেন ! বৃষ্টি !
যে আমাকে মৃত্তিকা বলে ডাকে।


বললো তারা;
আমিও তবে মৃত্তিকা বলে ডাকি?
কেমন?
বললাম; সরি, ও ডাক তোমার
হয়না মধূর তেমন।


দু:খ পেল তারা,
বললো; আমিও তবে বৃষ্টি হব
পড়ব ঝরে ঝরে
বললাম; না, তারা হলে বৃষ্টি,
তাতে হবে অনাসৃষ্টি
তারারা কি ঝরতে পারে
বৃষ্টির মত সুরে?


তারা বললো; তবে ঝরনা হবো
রাত দিন ভর শুধু ঝরে ঝরে
বৃষ্টির থেকে বহুগুন সুরে
বিমোহিত করে রাখবো তোমায়
নিজেকে করব ধন্য।


বললাম; না,
বৃষ্টির সুর ঝরনার সুর
এটা থেকে ওটা ভিন্ন
আমি বৃষ্টির, বৃষ্টি আমার
একে অপরেরে জন্য।।