বিজয় মাস
নিজ দেশে বিদ্রোহ
শুনে বিশ্ববাসী
শত্রু বাহিরের নয়
ছিল নিজ দেশী।
ত্রিশ লক্ষ তাজা প্রাণ
বীরাঙ্গনার সে কী হাল?
ঘর বাড়ী দালান কোঠা
ভেঙ্গে চুরমার
রাস্তা ঘাট সেতু পুল
ভাঙ্গিল বেসুমার।
যুদ্ধ দেখিনি
দেখিনি ভয়াবহতা
ছিল আল্লাহর সহায়তা।
জীবন বাজি রেখে
হয়েছিলো  পেরেশান
সন্ধ্যা  ঘনিয়ে এলে
ঝোপ ঝাড়ে অবস্থান।
যুদ্ধ যে কত করুণ
বুঝেছিল সেইদিন
কতো যে ব্রীজে
হয়ে ছিল বিস্ফোরণ।
বিজয় মাস আসে
ফেলে জঞ্জাল
নতুন প্রদীপ জ্বলে
আনন্দ দেখে ভাল।
নয় মাসের যুদ্ধে  
করুণ দেশবাসী,
ষোলই ডিসেম্বর
মুখে ফোটিল হাসি।