অনুপমা
মাহবুবুল ইসলাম
ঢাকা কমার্স কলেজ
২৪-৫-২০২৩


নারী তুমি অনুপমা বিধাতার সৃষ্টি
নরের জন্য উপহার নান্দনিক সন্তুষ্টি।
তুলতুলে দেহখানা অপরূপা মিষ্টি
আহা নারী তুমি বড়ই রূপসী দৃষ্টি।


নরের আকর্ষণ বাড়ে দেখে মোহিত রূপ
সাজগোজে চিত্তাকর্ষি অদম্য লোভ।
কতনর বাড়ী ছাড়িল প্রেমে পাগলপারা
যুগে যুগে নরকুল পাইতে তব দিশাহারা।


চোখের চাহনি নয়নের দৃষ্টি যবে পড়ে
আছাইড়া মারে তারে প্রেম সাগরের পাড়ে।
কাজল কালো আঁখি তার হরিণী চোখ
কপোল যুগল মসৃণ মাঝখানে পড়ে টোপ।


খিলখিল হাসিতে মুক্তা ঝরে অবলীলায়
একাধিক সন্তান জন্মদেয় অবলা না সবলায়।
বাড়ীর সকল কাজ, সন্তান লালন পালন
লেখাপড়া শিক্ষা দান মায়ের বড় অবদান।