কেমন আছ তুমি –
তোমার কথা মনে পড়ে সদা
সকল কাজের ফাঁকে বড় একা একা লাগে
নিভৃতে দেখি পরেছো আমার দেওয়া সেই লাল শাড়ি-
কপালে লাল টিপ চারিধারে সাদা চন্দনের আঁকি বুঁকি
তোমার ঘন কেশের জুলফি খানি উড়ছে দুগাল বেয়ে-
গোধুলি বেলায় রাখাল বালাক যখন ফিরে আসে
চারি দিকে কাঁসর ঘণ্টার মাঝে-
লক্ষ্মী তুমি প্রদীপ হাতে তুলসি তলে
নব বধূরূপে, মাথায় ঘোমটা দিয়ে শঙ্খ বাজিয়ে
আরতি করছ দেব-দেবীরে
আহা কী অপরূপ শোভা তোমার মুখমণ্ডলে
আমাকে না দেখিলে ফোন করে খোঁজ নিতে মোরে
ছোটো ছোটো কথায় বোঝাতে আমাকে
আজ কেন তবে আমাকে মন থেকে দূরে করিলে
লক্ষ্মী এতো ভাল বাসো মোরে – তবে
কেন দিলে আড়ি আমার সনে, বল তুমি
সেদিন বললে আমাকে চিনে নিয়েছো – আর নয়
আমি যে তোমাকে ভাল বাসি- তোমার কি মনে পড়ে
সেই এক সাথে চলা, এক সাথে গান গাওয়া
এক সাথে খাওয়া, নিজে না খেয়ে
আগে খেতে, দিতে-
কেন দিলে আড়ি-
আমি যে সহিতে না পারি