হ্যাঁ আমি দেখেছি সেই গৃহ খানি
যেখানে আমার শৈশব কেটেছে-মায়ের আঁচল তলে
আমি এখন কিশোর-আমার অনেক স্বপ্ন
আমি দেখেছি দৈন কি জিনিস-
আমি দেখেছি গরীবের কুটিরে প্রদীপের শিখা
আমি দেখেছি-
গৃহ হারা মানুষের ম্লান মুখখানি
নিয়তির কোপে-দৈনের দায়ে
আজ সর্বশান্ত-যারা-
প্রতিনিয়ত লড়ছে তারা জীবনে বাঁচার তাগিদে
আজও আমার
মনে পড়ে মায়ে পোয়ে কত কথা-
মনে পড়ে মায়ে ঝিয়ে কত গল্প
মনে পড়ে বাবার সাথে সেই পথ চলা
মায়ের বুক ভরা ভালবাসা- সবই হারিয়ে গেছে
হ্যাঁ আমি কিশোর আমি পারব মায়ের মুখে হাঁসি ফোটাতে
আমি পারব – কাজলা দিদির ছোট্ট ভাই হতে
সময় থাকে না দাঁড়িয়ে –
আমি সেই সময়কে পিছনে রাখতে চাই
আমি নদীর স্রোতের মত এগিয়ে যেতে চাই
আমি নতুনকে স্বাগত জানাই
পিছিয়ে থাকব না, এগিয়ে যেতে চাই