চৈত্রের বিদায় লগ্নে এল বৈশাখ,
প্রখর দহন অস্থির জীবনে
এল নতুন বছর
সুন্দর এক অমোঘ আনন্দের বন্যা নিয়ে
মন চাইছে উড়তে গগনে ডানা মেলে
মন চাইছে গান গাইতে খুশির এই প্লাবনে
রসাল ফল মিষ্টির সাথে নতুন বছর
আনল হাসি সবার মনের ভিতরে
কিন্তু হায় করোনা কেন এলে তুমি
এই ধরার মাঝে সবার প্রাণ নাশ করতে
তুমি কী বোঝো না আমরা কত যন্ত্রনা পাচ্ছি
চারি দিকে মৃত্যুর মিছিল- তোমার কী দয়া নাই
না আমরা হারব না, আমরা স্বাগত জানাব
এই নববর্ষকে, আমাদের হৃদয়ের প্রার্থনা দিয়ে
করোনা তোমার যতই প্রকোপ হোক, যতই তুমি নিষ্ঠুর হও
আমরা করব জয় সামাজিক দূরী রেখে
আমরা জেনে গেছি
কেমন করে লড়তে হবে
আমাদের আসল হাতিয়ার হবে
সামাজিক দূরত্ব বজায় রেখে –
স্বচ্ছতার আশার আলো ফুটিয়ে
প্রাণপণে লড়ে যাব সবাই হাসি মুখে
আমরা করব জয়
নতুন আনুক সমৃদ্ধি সবারজীবনে
হোক রোগ মুক্ত এই পৃথিবী
মনে প্রাণে আমরা পণ করি মানব লকডাউন
দূরী বজায় রাখি মনে প্রাণে
কোনো গুজবে দেব না কান
নতুন বর্ষ হোক আশার সঞ্চার সাবার জীবনে