ওগো প্রভু কৃপা করো আমায়
দাও গো তোমার চরণে ঠাঁই
এই মৃ্ত্যু জগতে তুমি সার
এই মায়ার জগতে
তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি প্রলয়
তুমি জন্ম মৃত্যুর চক্র থেকে
করো পারা পার, তুমি না করিলে কৃপা
আসা যাওয়ার পালা শেষ হবে না কভু আর
তুমি তো প্রভু মীরারে দিলে দরশন
তোমার প্রেমে রাধা হল ব্যাকুল
তোমারে চাহিল প্রহলাদ হরি বলে
তুমি সবার গতি, করো কৃপা,
তোমার সেই নাম যে নামে
পাথার ভাসিল জলে, হরে কৃষ্ণ হরে রাম
এই জীব দেহে তুমি আছ পরমাত্মা হয়ে
তবে দাও না প্রভু আমায় বিবেক বৈরাগ্য
আমরা এসেছি ধরাধামে তোমাকে স্মরিতে
ভুলে গেছি তোমায় মায়ার এই বন্ধনে
মজিলাম সংসারের মাঝে, হে করুণা ঘনশ্যাম
রেখো না দাসে দূরে, দাও গো মতি তোমার চরণে
শুধু একটি নাম হরে কৃষ্ণ হরে রাম
তোমারে যে জন স্মরে তুমি থাক তার পাশে
তুমি স্থলে তুমি জলে, তুমি থাক আদ্যামূলে
তুমি রক্ষা করিলে দ্রৌপদীর বস্ত্রহরণে
তুমি দিলে ঞ্জান কবি জয়দেবকে, তোমার কৃপা
যার উপরে সেই ধন্য হল এই ধরাধামে
ওগো প্রভু কৃপা করো, এই অধমেরে