পারবো না গো ছেড়ে থাকতে তোমায়


যত দুঃখ দাও দেবে, যতই তুমি সরে যাবে-যতই আমাকে কাঁদাবে সরে গিয়ে
তবুও আমি যে তোমার গো-তোমাকে চাইব-অঝোর কান্না দিয়ে
বিশ্বাস করো আর না করো-সে তোমার ইচ্ছা-যদি কোনো দিন
স্বামীরূপে বরণ করো মোরে - আমার হাতের স্পর্শ যদি তোমার হৃদয়ে লাগে
জীবন মুছে গেলেও পারবে না গো তুমি আমাকে ছেড়ে থাকতে
ছোখের জলে রেঙেছে হৃদয় মম - পারি নাকো আর সইতে
কাঁদিব আমি সারা জীবন এ তুমি জানো-হয়ত আমার চোখের জল
দেখেও দেখতে চাইবে না তুমি-সবাইয়ের মাঝে খুশি থেকে
জানিবে সারাটি জীবন-এ পাগল নিরবে অশ্রু ঝরাবে তোমারে চেয়ে
এযে কবিতা নয়, এযে আমার হৃদয়ের নিংড়ানো রক্ত জল হয়ে আসা চোখের ফোঁটা ফোঁটা অশ্রু
আমাকে ভালবেসে আবার তুমি যদি লাভের হিসেব কষে - চলে যেতে চাও
জোর করে ভালোবেসেছি বলে  তার দোহাই দিয়ে আমাকে ত্যাগ করতে চাও
আমি বলব না কিছু- যতদিন শ্বাস আছে শুধু তোমাকে রাখব বুকের মাঝে
আমার এই জীবনে শুধু বুক ফাটা আর্তনাদ আছে-
কেহ আমাকে না বাসুক ভালো, কেহ করে তীরস্কার, যার যা বলার বলুক
আমার হৃদয়ের আসনে তোমাকে বসিয়েছি শতকোটি বার-কবিতায় নয়
নয়নের জলে সিক্ত হোক তোমার হৃদয় খানি যদি আমি তোমায় চেয়ে থাকি
আমি আসিব তোমার দ্বারে - আমার নাইকো দ্বার আছে যে দ্বার সে মম হৃদয়খানি
যাহাদের মাঝে রয়েছি আমি-কেমনে আছি জানে নারায়ণ আর লক্ষ্মী তুমি
আমার যত সুখ আছে তোমাকে ঘিরে-তোমার জীবন মাঝে নাও গো টেনে
পারবো না গো ছেড়ে থাকতে তোমায়-শতবার চাইব তোমাকে