তোমার সাধাসিধা মুখ
সাধাসিধা তোমার চোখ
পরনে সাধাসিধা শাড়ি
ওষ্টে তোমার মিষ্টি মুচকি হাসি
তাহার মাঝে আলতা পরা
কোমল দুটি পা।
হৃদয় করে পাগল বলব কি তাহা।
বক্ষ তোমার সুঢৌল
নয়নকে করে চঞ্চল-
মোহিত হয় আমার মন
ভাবতে থাকি সারাক্ষণ।
তক্তপোষের পরে যখন বস তুমি
জুলফেগুলি ওড়ে আপন খেয়াল খুশি
তোমার এলো কেশ, ফলসা বনের মেঘ
বাঁকা হয়ে পড়ে তোমার স্তনযুগলের পরে
তাহা মুগ্ধ করে মন, ভাবায় সারাক্ষণ।
কাঞ্চন ফুলের গাছে গোলাপী ফুল আছে
তাহার মাঝে নয়ন তোমার
ঝিল মিলিয়ে ওঠে-।
গন্ধরাজ, কামিনী, টগর ফুলের মত
তোমার গায়ের সুবাস,
মনকে করে রসোচ্ছাস।
আমি যখন উদাস মনে
ভাবি তোমার কথা-
তোমার রূপের লাবণ্য
দেয় গো মনে আশা।
নিশুতি রাতে স্বপ্ন দেখি
তোমার আঁচলে শুয়ে আছি।
তোমার সাধাসিধা মুখ
সাধাসিধা তোমার চোখ
পরনে সাধাসিধা শাড়ি
তাহার মাঝে বাঁকা পাড়ে
কোমল দুটি চরন
নয়ন ভরাতে চাইগো তাহা
বসে সারাক্ষণ।