আজ হাসিতে চেয়ে ও পার না হাসতে
বুকের মাঝে জমে আছে অনেক মেঘ
এত কান্না-চোখের জলে ভাসিয়ে দিলে
তোমার অশ্রু ধারা বিদির্ণ করছে বুক
তোমার বক্ষে অজস্র – লেলিহান শিখা
জলিতেছে অহরহ-স্ফূলিঙ্গ সম-তবুও ক্লান্ত তুমি-
আজ চাতক পাখি মহা শূন্যে
যাচে বারি করুন কাতস্বরে-
আজ আমি বলি সৃষ্টি কর্তাকে
সিক্ত করুক তোমার হৃদয় তার অমৃত রসে
তুমি লক্ষ্মী, তুমি মনের ধনী, তুমি তেজস্বনী
অলক্ষে তোমার দাঁড়িয়ে জগতজননী
তোমার চোখে হয়তো আমার ভালবাসা নিছক
তুমি অশ্রুদিয়ে রচিলে প্রেমের ইতিহাস
যুগযুগান্ত আবহমান কাল শুধু তোমার অপেক্ষায়