জীবনের ছন্দ যখন গিয়েছিল হারিয়ে
হয়েছিনু সবার করুনার কাণ্ডারি
তুমি নীরবে এসে দাঁড়ালে হৃদয়ের পাশে
দারিদ্রের মাঝে ভালবাসাকে রাখলে আগলে
তাই তোমার ভালবাসার গাঁথা মালা
পরিতে চায় গলে বার বার
চাইনা আমি প্রেমহীন হয়ে বাঁচতে
জানি ভালবাসা হয়না চিরস্থায়ী
কিন্তু তোমার বন্ধন করেছে আমায়
জীবন-মরন সাথী, সে যে সৃষ্টি স্থিতি লয়
তাই হৃদয় ভালাবাসায় তৃষ্ণা মেটাতে চায়
শিমুল গাছের পাতা ঝরিয়া যায়
তবু শিমুলবৃক্ষ তার ফুলকে রাঙিয়ে যায়
তার সম তুমি সংসারের মাঝে সকল কাজে
হৃদয়ের মাঝে-ভালবাসাকে রেখেছো গোপনে


- মহাদেব