নিঃস্তব আকাশ চারিদিকে থমথম
বনস্পতিরা নিঃস্পন্দ হয়ে দাঁড়িয়ে
আমি আমার ছোট্ট বাচ্চাদের আগলে নিয়ে
বসে আছি গাছের ডালে একটি ছোট্ট নীড়ে
আমার আশা পাশে সমস্ত পক্ষী ও তাদের শাবকরা
অধীর আগ্রহে দূর আকাশের পানে তাকিয়ে
হঠাত্ উঠিল কালবৈশাখীর ঘূর্মিবর্ত ঝড়
সমস্ত আকাশ নিঃনাদে কম্পিত হইল
চলিল ঝড়ের তাণ্ডব-মেঘের বর্ষণ
ঝাঁকে ঝাঁকে বৃষ্টির ফোঁটা আহা আহা
একি হল একি হল কত নীড় গেল উড়ে
তারি মাঝে শুরু শিলা বৃষ্টি হে ভগবান
গুলির মত তীব্র বেগে ধেয়ে এল বরফরে গুলি
আমার ডানা অতিক্রিম করে ঝরে পড়ল আমার
ক্ষুদ্র নীড়ে- ছোখের সামনে আমার দুই শাবক
ছটপটিয়ে নীড়ে ঘুমি পড়ল চির নিদ্রায়
আমি মা অসহায়-প্রকৃতি তাণ্ডব লীলা ছোখে ধারণ করলাম
আমার মত শত শত পক্ষী শাবক তাদের নিথর দেহ
পড়ে রইল পথের পরে