কেমন করে বোঝাই বলো তোমায়
আমায় নিয়ে কষ্ট পেলে-
ঘন কুয়াশারমত জমেছে মনের কষ্টগুলি
আঘাত হানে  বুকে বারে বারে
তোমার হৃদয় হইল বিদির্ণ আঘাতে আঘাতে
অঝরে ঝরছে অশ্রু তোমার নয়নযুগল হতে-
ভুল বোঝাবুঝি-গ্লানি নিয়ে তুমি যেতে চাইছ চলে
এতো যারে বাসো ভালো ভুল বুঝো না তারে
বুকের মাঝে রেখেছো যারে – কষ্ট দাও কেন তারে
ভুলের ক্ষমা আছে- ভালবাসায় দয়া আছে
অভিমান করে থেকো না সরে-
বারে বারে শুধাই ভুল বুঝো না মোরে
ক্ষণিকের ত্বরে দ্যাখো চেয়ে মোরে-
আজও দণ্ডায়মান তোমার দুয়ার দ্বারে