মায়ের সন্তানের প্রতি
স্বামীর স্ত্রীর প্রতি
শিক্ষক ছাত্রের প্রতি
প্রেমিক প্রেমিকার প্রতি
নয়ন নয়নের প্রতি
কিন্তু ভালবাসা হৃদয়ের প্রতি
হ্যাঁ সত্যি ভালবাসা চায় অধিকার
আচ্ছা সত্যি করে বলো তুমি
ভালবাসা কি টাকা পয়সা দিয়ে কেনা যায়
আচ্ছা সত্যি করে বলো তুমি
ভালবাসায় কি মাপকাঠি আছে-
মন কি সত্যি হয় না, মন তো অবারিত মাঠ
তুমি কি আমাকে বুঝতে পারো না, হ্যাঁ আমি হিসাবী
অধিকার দিতে জানি না – যাহা মনে আসে তাই করি
আমি যে শিকলে বন্দি – তা তুমি এখনও বুঝতে পারো না
আজও তুমি আমাকে ভুল বুঝে যাবে
আমি যদি খেয়া হই তুমি তো আমার কাণ্ডারি
আমার অন্তরকে কী তুমি কোনো দিন খুঁজে পাবে না
ধীরে ধীরে তুমি আমাকে ত্যাগ করে চলে যেতে চাইছ
হ্যাঁ আমি তোমাকে ভিখারী করেছি, বড় কষ্ট দিয়েছি
হ্যাঁ আমি মিথ্যাবাদী, আমি স্বার্থানেষী, তবুও তোমাকে ভালবাসি
যদি আমাকে ভুলে শান্তি পাও-যাও আমাকে ভুলে যাও
জানি আমার অনেক আছে দোষ তবু তোমায় ভালবাসি
জানি—তোমার অনেক আছে দেখার
কোন দিন তুমি আমাকে খুঁজবে না
জানি আমি কালবৈশাখীর ঝড়ে উড়ে যাব
তোমার মনের ভিতরটা হাল্কা হবে-
আমি পথের পথিকের মতো চলেই যাব
কোন দিন যদি মনে পড়ে- জানিবে তুমি
তোমার অপেক্ষায় যুগযাগন্তর রহিব বসে
নীরবে স্মরণ করে যাব তোমার স্মৃতিগুলি-
সেই তোমার সাথে পথ চলা-
বসন্তে শিমুলে রঙ ধরা-
শীতের সকালে তোমার সাথে কথা বলা
চলে যাব সময় হলে- তোমাকে আর বলতে হবে না
আর কোনো দিন ফিরে আসব না
তুমি ভালো থেকো ভগবানের কাছে এই কামনা করি