ওগো লক্ষ্মী তুমি দূরে চলে যেয়ো না
তোমাকে না দেখিলে-প্রিয়া আমার সর্বাঙ্গ জ্বলিয়া যায়
হৃদয় বেদনায় বিভোর-তোমাকে কি করে বোঝায়
আমার শরীর হেসে কথা কয় ঠিক
কিন্তু আমার বুকের ভিতরটা অহরহ জ্বলে পুড়ে যায়
এ যে কি কষ্ট কোমাকে কি করে দেখায়
রাত কেটে যায়-বিনা নিদ্রায়-বুক ফাটে কান্নায়
তোমাকে দেখলে আমার জীবনের শ্বাস চলে
তোমার সাথে কথা বললে প্রাণের উচ্ছাস আসে
তুমি বলেছিলে-তোমার শ্বাসে আমি
আমি রেখেছি তোমায় হৃদয় ভরে-
তারামায়ের সিঁদুর দিয়েছি তোমার কপালে
কেমনে তাহা মিথ্যে হয়-
সে যে ভগবান দিয়েছে জুড়ে তোমাতে আমায়
আমি তোমাতে বিলিন থাকতে চাই
আমার দোষগুলো গেঁথে রেখো না
তোমার ক্ষ্যাপা বলে ক্ষমা করে দাও
প্রেমের যে প্রদীপ জ্বেলে ছিলে তুমি
জেনো তোমার শরীরে সযত্নে বিলিয়েছি
আমার সমস্ত প্রেমের ধারা, এক স্নিগ্ধ নিঃস্বাসে
গুছিয়ে রেখো তাহা সারাটি জীবন জুড়ে
রেখো সাথে-রেখো পাশে
তোমার অধম ক্ষ্যাপারে