কেহ বুঝবে না তোমার মনের ব্যথা
আমি জানি তুমি অপরূপা-স্নেহময়ী
আমার কাছে তুমি শ্রধার ফুল
কোন একদিন যবে তুমি ছিলে গুল্মের লতা
কোন একদিন ছিলে প্রস্ফুটিত কামিনী ফুল
টগর ফুলের মন মাতানো সুবাস তোমার সর্বাঙ্গে
লবঙ্গ লতিকা সম তোমার কোমল হৃদয়
তোমার দুটি চোখ জুড়ে স্বপ্নে ভরা
তোমার দুটি কোমলা চরণে
আলতা দেয় অপূরূপ শোভা
তোমার এলো কেশ মনে হয় একরাস মেঘ
বকুলের মত ছায়া করো সবার
তোমার বর্ণনা আমি কি করবি আর
তাহা আমার কাছে অতি সামান্য
তুমি আমার নয়নের মণি-
কেহ জানুক না জানুক আমি জানি
তোমার বুকে জমে আছে অফুরন্ত ভালবাসা
আজ যখন তোমাকে সবাই ভুল বুঝে চলে যায় দূরে
তুমি ব্যথার ডালি নিয়ে ভাব সারাটি দিন ধরে
কাওকে জানতে দাও না তোমার ব্যথা
আমি জানি বিশাল বৃক্ষের ডাল কেটে গেলেও
সে সব সহ্য করে, তুমি বসুমাতার মত সহ্য করো
তোমার বক্ষ বিশাল-বিশাল তোমার হৃদয়
তোমার অশ্রু বিথা যাবে না কোনো দিন
এ জনমে তাহা রইল তোলা ঐ দেবালয়ে
জীবন নয়তো চির স্থায়ী-হাসি মুখে কাটিয়ে দাও
এই জীবনের প্রতিটি পারি