যেখানে আমরা বলি স্বাধীন
আমরা পেয়েছি স্বাধীনতা-
হ্যাঁ স্বাধীনতা -০-
যেখানে আজও মা কাঁদে সন্তান হারা হয়ে
রোগে আক্রান্ত শিশুকে নিয়ে মা হাসপাতালে যায় চিকিত্সার জন্য
যেখানে চলে ঘুষের ঠেলা – ঘুষ দেওয়া হয় তাহলে ভর্তি হবে
অসহায় মা বাড়িতে ঠিকমত চুলা জ্বলে না
কোথা থেকে জোগাড় করবে পয়সা
তাই ঠোকর খেয়ে যখন পয়সা জোগাড় হল
তখন অনেক দেরী হয়ে গেছে-
ঐ লালু যে অতি কষ্টে পড়াশুনো করল
কিন্তু পয়না নেই তাই চাকরিও নেই
আজ সে চাকরির অন্বেষণে ঘুরছে দিকে দিকে
ঐ যে মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছিল
সে দুমুঠো অন্নের জন্য ঘুরছে লোকের দ্বারে দ্বারে
ঐ সেই হারান যে ছিল মেধাবী কিন্তু পয়সা না থাকায়
আর পড়া হল না-
ঐ মালা সে ভাল গান গায় কিন্তু গরীবতা তাকে গ্রাস করেছে
একটা হারমনিয়াম কেনার সামর্থ্য তাদের নেই
এই আমাদের দেশ এই আমাদের স্বাধীনতা
আজও দলিত হচ্ছে আমাদের দেশের মানুষ
হ্যাঁ সব আছে আইন ব্যবস্থা, শিক্ষার জন্য স্কুল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান
সবই আছে কিন্তু নেই নৈতিকতা
প্রায়শই শোনা যায় রাস্তায় কাওকে গাড়ি ধাক্কা মেরে চলে গেল
কিন্তু গাড়িচালক পিছনে ফিরে দেখে না লোকাটা বাঁচল না মরল
অগণিত লোক রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু কেহ সাহায্যের হাত বাড়ায় না
কারণ কে থানা পুলিশ করবে-সবাই সবাইকে নিয়ে ব্যস্ত
হ্যাঁ সব আছে নেই নৈতিকতা-
হ্যাঁ আমি দেশকে ভালবাসি
কিন্তু আজ আমাদের সমাজের গরীব মানুষ কোণঠাসা হয়ে পড়েছে দিনের পর দিন
এই আমাদের দেশ যেখানে ৮ ঘণ্টার জায়গায় ১২ঘণ্টা পরিশ্রম করিনেয় নেয় মালিক
কিন্তু কে তার প্রতিবাদ করবে- কারণ দুমুঠো অন্নের জন্য প্রতিবাদ নেই
এই আমাদের দেশ যেখানে জাতপাত নিয়ে সংরক্ষণ হয়
যেখানে শিক্ষার ওপর জোর না দিয়ে সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়
যেখানে যার প্রয়োজন সেখানে না দেখে সংরক্ষণের তালিকা মজবুত করা হয়
এটাই কি আমাদের শিক্ষা-
সবই জাতির মধ্যে গরীব রয়েছে-
ঐ যে গোপাল সে জেনারেল – অথচ গরীব
তার সংরক্ষণ নেই-কারণ তার সার্টিফিকেট নেই
ঐ যে গোলু তার বাবা সরকারি চাকরি করে
কারণ সে সংরক্ষণের তালিকায়
এইটাই আমাদের দেশ-
যেখানে শিক্ষাকে জোর দেওয়া হয় না সংরক্ষণকে জোর দেওয়া হয়
অথচ আমরা স্বাধীন দেশে বাস করি – এখানে সবাই সমান
একই হাওয়া-একই নদী-একই ফুল-তবু সব থেকেও কেন কিছু নেই
তাহলে আমরা স্বাধীন কোথায় হলাম-
আসুন আমরা সবাই মানুষকে ভালবাসি একে অপরের হাত ধরে এগিয়ে যাই
একে অপরের সুখে দুখে থাকি-অশ্রু মুছায়ে বেদনা ঘুচায়ে জীবন সফল করি
সেটাই আমাদের সত্যিকারের স্বাধীনতা