বন্ধ দুয়ার খুলে দিলাম
রাখতে পারলাম না আর ধরে
খাঁচার ভিতর যে ছিল পাখি
আজ যেতে চাইছে চলে
শিখিয়ে ছিলাম অনেক গান
অনেক সুর, অনেক প্রেমের ভাষা
ভুলে গেছিল পাখি তার সকল মনের ব্যথা।
একই গান, একই সুর, একই কথা-
ভাল বাসা, ভাল বাসা, আর ভাল বাসা
একঘেয়েমিতে সে মনে মনে পেয়েছিল বড় ব্যথা
সে চেয়েছিল গাইতে নিত্য নতুন সুর
চেয়েছিল নীল গগনে ডানা মেলতে
তাই তো বারে বারে চেয়েছিল সে
পালিয়ে যেতে খাঁচা থেকে
আমি বুঝতে পারিনি তার মনের কথা
আমি বুঝিনি তার চোখের জল
আজ সে বারে বারে করুন সুরে গান গায়
মুক্তি দাও, মুক্তি দাও আমায়-
ভেবে ছিলাম থাকব সারাটা জীবন তার পাশে
তাই ছিল বন্দি আমার খাঁচার ভিতর সে
বিশ্বাস আর ভালবাসায় খাঁচায় বন্ধি ছিল সে
হঠাত আমার কথায় বিশ্বাস হারালো সে-
রোদন শেষে বুকে নিল সে দম্ভ
তাহার মনে ছিল যাকিছু বলিল সব হয়ে ক্ষুন্ন
বলল পাখি আর আমায় ভালবাসে না সে
বিশ্বাস সে হারিয়েছে আমার ওপর থেকে
দু দিনের খেলা ঘর ভেঙে ফেলেছে সে
বন্ধ দুয়ার খুলে গেল মুক্তি পেল সে
এত দিনে যে ছিল পাখি মনের মাঝে
চোখের জলে বিদায় নিল সে-
পাখি বলেছিল আমায়
যতদিন সে থাকবে এই পৃথিবীর মাঝে
আমি তার শ্বাসে শ্বাসে থাকব, বুঝলাম না আমি
তাকে বন্দি করলাম খাঁচার মধ্যে
তার অধিকার আছে আকাশে ভেসে বেড়ানোর
সে মুক্ত হতে চায় আমার থেকে-
তবু কেন আমার হৃদয় তাকে আগলে রাখে-
কত রাগ অনুরাগে সে আমাকে অনেক বলেছে
তবুও এ মন তাকে যেতে দেয় নি
আমার ওপর অভিমান করে উড়ে গেছে সে
তার আকাশ ডেকেছে, তার বাতাস তাকে খুঁজেছে
সে এসেছিল নিরবে-ভাল বাসার বন্ধনে
এ মন তাকে শুধু এতটুকু বলতে চাই-
তুমি ওঠো পাহাড়ের চূড়োয়-
শুধু মনে রেখো এই তুলসী তলার কথা
আমি বিশ্বাস দিতে পারি নি তাকে
ভেঙে গেল নদীর কুল-
জল ধারা বয়ে গেছে দুকুল বেয়ে
ওরে পাখি যদি কোনো দিন মনে পড়ে আমার কথা
দু ফোঁটে অশ্রু রেখে গেলাম তোমার তরে
ছুঁয়ে দিয়ো তোমার ঠোঁটে
তবে জুড়াবে আমার মনের ব্যথা
পাখি আর দেখবে না আমার মুখ
কথা বলবে না আমার সনে-
এযে কি যন্ত্রণা কি করে বোঝায়
তুমি চলে গেলে বহুদূরে শূন্য মহাকাশে
সারাটি জীবন কাঁদবে এমন তোমার তরে
কারণ আমি বিশ্বাসের যোগ্য হতে পারি নি
তবে শুধু বলে যাই আমি তোমার সাথে কোন ছল করি নি
পাখি আমায় বিশ্বাস করো, আমি কোনো ছল করি নি
আমার পাখি নিরবে থাকবে আমার প্রাণে
পাখি আমার প্রতিদিন সন্ধ্যা হলে
প্রদীপের আলোর শিখায় দেখতে পাবে মোরে
তুলসী তলায় বসে আছি তোমার পথ চেয়ে